![]() |
ছবি: সংগৃহীত |
প্রতিবেদনে বি চৌধুরীঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে ড্রেজার
বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এই অবৈধ ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন
আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদের ঘনিষ্ঠ সহযোগী নাহিদ, লিমন এবং বক্কর
ঠাকুর। এমন তথ্য উঠে এসেছে স্থানীয় সূত্র এবং একটি জাতীয় দৈনিকের (স্বাধীন সংবাদ)
প্রতিবেদনে।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরেই এই চক্রটি রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের
কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা প্রকাশ্যে বলে বেড়ান—“সাংবাদিক
হোক বা প্রশাসন, সবাইকে আমরা ম্যানেজ করে নিই। কেউ কিছু করতে পারবে না।” তারা আরও বলেন,
“সবাই আমাদের ভাই-ব্রাদার। একসাথে মিলেই আমরা বালু তুলছি।”
অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পার ধসে পড়ছে, জমি ও বসতবাড়ি হুমকির মুখে
পড়েছে। এলাকাবাসীর ভাষায়, যেখানে যেখানে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে, তা ‘আত্মঘাতী’
স্থান হিসেবে চিহ্নিত। এতে আশপাশের বসতি যেকোনো সময় ধসে পড়তে পারে।
এ পর্যন্ত ঘিওর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া
হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর মতে, দিনের পর দিন এই চক্রটি সরকারকে রাজস্ব
ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার বালু বিক্রি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে।
অভিযোগ আরও রয়েছে যে, স্থানীয় জনগণ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। দিনের
পর দিন এদের দাপট ও প্রভাব বেড়েই চলেছে। এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে
এর পরিণতি হবে ভয়াবহ—প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে।
স্থানীয়দের জোরালো দাবি, এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া
হোক এবং ধলেশ্বরী নদীকে অবৈধ বালু খেকোদের হাত থেকে রক্ষা করা হোক।
(প্রতিবেদনটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে)
0 coment rios: