Wednesday, June 18, 2025

মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সভা-২০২৫ অনুষ্ঠিত


প্রতিবেদনে বি চৌধুরী:

"দিল্লি নয় পিন্ডি নয়,নয় অন্য কোনো দেশ,সবার আগে বাংলাদেশ"তারেক রহমানের স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজবাংলাদেশনে মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হল রুমে ১৩ই জুন-২০২৫, শুক্রবার, সকাল-১০টায়, আহ্বায়ক কমিটির কার্যকরী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলার সাবেক সিনিয়র নেতৃবৃন্দকে স্বরণ করে সাহেরা গার্ডেনে প্রয়াত বিএনপি মহাসচিব মরহুম আলহাজ্ব খন্দকার মোঃ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মরহুমা বেগম সাহেরা হোসেন এবং মুন্নু সিরামিকের প্রতিষ্ঠাতা বর্তমান মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতার শ্রদ্ধেয় পিতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে কবর জিয়ারত শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন।অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ২ পর্বে শুরু করা হয়। 

প্রথমে নবগঠিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ফূল দিয়ে বরণ করেন এবং পরবর্তীতে কমিটির আহ্বায়ক নিজেই  বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানান।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ  জিন্নাহ কবিরসহ  জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের নেতৃত্বে আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বর্তমান অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন, আমার সুশৃঙ্খল ভাবে সকল নির্দেশনা মেনে আমাদের মধ্যে সকল বিভেদ ভুলে একত্রিত হয়ে মানিকগঞ্জ জেলার সকল আসনে দলের প্রতিক ধানের শীষের জয় নিশ্চিত করে মানিকগঞ্জ জেলাবাসির ভাগ্যের উন্নয়ন ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সকলের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: