মোঃ সুমন মিয়া(বিশেষ) প্রতিনিধিঃ
উত্তরা,তুরাগের ধউর বেড়িবাঁধ সংলগ্ন আকিজ গ্রুপের একটি শাখা আকিজ রেডিমিক্স কংক্রিটের মেনেজমরন্টের দায়িত্বে থাকা তিন জনকে অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আকিজ রেডিমিক্সে কংক্রিটের ড্রাইভার হেলপার ও পাম্প শ্রমিকরা। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন ম্যানেজার শিহাব উদ্দিন, এডমিন ইয়ানূর,লজিস্টিক অফিসার ইব্রাহীম খলিল। শ্রমিকরা জানিয়েছেন, আমাদের সুনামধন্য একটি প্রতিষ্ঠান এই তিনজনের কারনে কম্পানির সুনাম নষ্ট হচ্ছে আমাদের কোম্পানির প্রতি কোন অভিযোগ নাই। এই তিন জন অফিসার আমাদেরকে জুলম কোরতেছে, আমাদের ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা ৭২ ঘন্টা ডিউটি করাচ্ছে। আমাদেরকে আরাম করার সুযোগ দেওয়া হয় না। কোন শ্রমিক যদি কোন প্রতিবাদ করে তাহলে তাদের বিনা নোটিশে বের কোরে দেয়া হয়। কোন বিষয়ে মেনেজমেন্টের সাথে কথা বলতে চাইলে গালাগালি করে। এবং বলে পোষালে থাকো না পোষালে বের হয়ে চলে যাও। শ্রমিকরা আরও দাবি জানিয়েছেন কোন শ্রমিককে দুই বছরের আগে চাকরিচ্যুত করা হলে তাদের সাথে কথা বলে নিতে হবে। তারা বলেছেন গতকালকে মেনেজমেন্টের কাছে আমরা গিয়েছিলাম তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং পুলিশ দিয়ে হয়রানী করেছে। তাদের ব্যবহারে আমরা কষ্ট পেয়েছি। শ্রমিকরা বলেন আমরা চেয়েছিলাম আমাদের স্যারদের ভালবাসা পাবো। কিন্তু তারা কোন সমাধান না করে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে পানির লাইনও বন্ধ করে দিয়েছে হুমকি দিয়েছে বের হয়ে যাওয়ার জন্য। আমরা তাদের কাছে এগুলো কখনোই আশা করিনি। এবিষয়ে মেনেজমেন্টের সাথে কথা বললে সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের কোম্পানির হেডঅফিস থেকে কিছুটা পলিসিগত চেন্জ করা হয়েছে সে জন্যে ড্রাইভাররা কিছুটা এফেক্টেড হবে। তবে আমরা হেড অফিসে জানিয়েছি তারা আসবে ড্রাইভারদের সাথে কথা বলে সমাধান করার আসসাস দিয়েছে। এ ঘটনায় তুরাগ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন, জানিয়েছেন বিষয়টি আমি শুনেছি আমি সরেজমিন গিয়ে তাদের সাথে কথা বলব।
0 coment rios: