প্রতিবেদনে বেলাল চৌধুরীঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল।সোমবার (২১ জুলাই) দুপুরে মানিকগঞ্জ টাউনে এ কর্মসূচি পালন করা হয়। অংশগ্রহণ করেন। উক্ত মিছিলে সঞ্চালনার ছিলেন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
বিক্ষোভে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মহান স্বাধীনতার ঘোষক। তাঁর ছবি নিয়ে অবমাননাকর আচরণ করায় শুধু একজন নেতা নয়, পুরো দেশপ্রেমিক জনগণকেই অপমান করা হয়েছে। আর দেশনায়ক তারেক রহমান আজকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে অগ্রভাগে রয়েছেন। তাঁর সম্পর্কে কটুক্তি মানে গণতন্ত্রকে আঘাত করা।আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং স্পষ্ট করে দিতে চাই—এই অপকর্মের বিরুদ্ধে দেশের প্রতিটি জাতীয়তাবাদী শ্রমিক একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্যগোলাম আবেদীন কায়সার,বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন,বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আল মামুন, দলের সিনিয়র সহ-সভাপতি পীর বাবুল হোসেন, শ্রমিকদলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রাজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মালেক, মোঃ তহিদুল ইসলাম লিটন, রফিক মিয়া, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন, (দৌলতপুর উপজেলা শ্রমিকদল) এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আরিচা মহাসড়ক মানিকগন্জ বাস স্ট্যান্ডে এসে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করে। উক্ত বিক্ষোভ মিছিলে শ্রমিকদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অবিলম্বে জিয়াউর রহমানের ছবি অবমাননাকারী এবং তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা হুঁশিয়ারি দেন, এসব অপচেষ্টা বন্ধ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
0 coment rios: