Saturday, August 2, 2025

“আমরা কাউকে আঘাত করি না, জমিও দখল করি না”—মানিকগঞ্জে বিএনপির সভায় জিন্নাহ কবির


প্রতিবেদনে বেল্লাল চৌধুরী,

মানিকগঞ্জ জেলার দৌলতপুরে আয়োজিত এক রাজনৈতিক সভায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় ঐক্যআন্দোলনের প্রস্তুতি এবং সরকারের দমনপীড়নের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নেতা এস.এ. জিন্নাহ কবির।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জিন্নাহ কবির বলেন, "বিএনপির প্রতিটা কর্মী তারেক রহমানের নির্দেশ মোতাবেক চলে। যারা আমার গাড়ী ভেঙেছিলোযারা আমাদের নেতাকর্মীদের আঘাত করেছিলো — আজ যদি আমরা সিদ্ধান্ত নেই যেএই এলাকার সৈরাচারীর দোসরদের হটিয়ে দেবোতাহলে তা সম্ভব। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা কারো বাড়ি বা জমি দখল করিনিকাউকে আঘাত করিনি।" তিনি আরও বলেন, "তারেক রহমান একজন দূরদর্শী ও বলিষ্ঠ নেতাযিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশে মানুষের ভোট ও অধিকার নিশ্চিত হবে।"সভায় উপস্থিত ছিলেন: মোঃ লোকমান হোসেনসাবেক কৃষি বিষয়ক সম্পাদকমানিকগঞ্জ জেলা বিএনপিমোঃ ফেরদৌস রহমানসাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকদৌলতপুর উপজেলা বিএনপি,মোঃ মাসুদুর রহমান মাসুদসিনিয়র সভাপতিমানিকগঞ্জ জেলা কৃষকদল,মোঃ আব্দুল খালেকসহ-সভাপতিমানিকগঞ্জ কৃষকদলমাওলানা আবু ইউসুফযুগ্ম-সাধারণ সম্পাদকমানিকগঞ্জ জেলা কৃষকদলমোঃ হাবিবুল্লাহ নোমানীসদস্যজাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দল ও যুগ্ম সাধারণ সম্পাদকদৌলতপুর উপজেলা বিএনপি, মোঃ রাজা মিয়া মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মোঃ রাজা মিয়া মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মোঃ মানিকুজ্জামান মানিকসভাপতিঘিওর উপজেলা বিএনপিমোঃ জানে আলমযুগ্ম সাধারণ সম্পাদকঘিওর উপজেলা বিএনপিমোঃ নাছিরসাংগঠনিক সম্পাদকশিবালয় উপজেলা বিএনপিমোঃ আবু হোসেন আলীআহ্বায়কশিবালয় উপজেলামোঃ আব্দুস ছালামসদস্য সচিবদৌলতপুর উপজেলা যুবদলমোঃ আব্দুর রহিমসাবেক সাংগঠনিক সম্পাদকদৌলতপুর উপজেলা যুবদল, মোঃআমির হামজা পিন্টু মানিকগঞ্জ জেলা যুবদল।সভায় বক্তারা বলেনসরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাচ্ছে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী।বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন নেতাকর্মীরা এবং বলেনসময় এসেছে জনগণের অধিকার ফিরিয়ে আনবার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: