প্রতিবেদনে বেল্লাল চৌধুরী,
মানিকগঞ্জ জেলার দৌলতপুরে আয়োজিত এক রাজনৈতিক সভায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় ঐক্য, আন্দোলনের প্রস্তুতি এবং সরকারের দমনপীড়নের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নেতা এস.এ. জিন্নাহ কবির।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জিন্নাহ কবির বলেন, "বিএনপির প্রতিটা কর্মী তারেক রহমানের নির্দেশ মোতাবেক চলে। যারা আমার গাড়ী ভেঙেছিলো, যারা আমাদের নেতাকর্মীদের আঘাত করেছিলো — আজ যদি আমরা সিদ্ধান্ত নেই যে, এই এলাকার সৈরাচারীর দোসরদের হটিয়ে দেবো, তাহলে তা সম্ভব। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা কারো বাড়ি বা জমি দখল করিনি, কাউকে আঘাত করিনি।" তিনি আরও বলেন, "তারেক রহমান একজন দূরদর্শী ও বলিষ্ঠ নেতা, যিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশে মানুষের ভোট ও অধিকার নিশ্চিত হবে।"সভায় উপস্থিত ছিলেন: মোঃ লোকমান হোসেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি, মোঃ ফেরদৌস রহমান, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি,মোঃ মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সভাপতি, মানিকগঞ্জ জেলা কৃষকদল,মোঃ আব্দুল খালেক, সহ-সভাপতি, মানিকগঞ্জ কৃষকদল, মাওলানা আবু ইউসুফ, যুগ্ম-সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা কৃষকদল, মোঃ হাবিবুল্লাহ নোমানী, সদস্য, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দল ও যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি, মোঃ রাজা মিয়া মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মোঃ রাজা মিয়া মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মোঃ মানিকুজ্জামান মানিক, সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি, মোঃ জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, ঘিওর উপজেলা বিএনপি, মোঃ নাছির, সাংগঠনিক সম্পাদক, শিবালয় উপজেলা বিএনপি, মোঃ আবু হোসেন আলী, আহ্বায়ক, শিবালয় উপজেলা, মোঃ আব্দুস ছালাম, সদস্য সচিব, দৌলতপুর উপজেলা যুবদল, মোঃ আব্দুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর উপজেলা যুবদল, মোঃআমির হামজা পিন্টু মানিকগঞ্জ জেলা যুবদল।সভায় বক্তারা বলেন, সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাচ্ছে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী।বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন নেতাকর্মীরা এবং বলেন, সময় এসেছে জনগণের অধিকার ফিরিয়ে আনবার।
0 coment rios: