প্রতিবেদনে মোঃ বেলাল, নোয়াখালী জেলাঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্গত ৭ নং বজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বদরপুর দুলা মিয়া হাজি নিবাসী সাবেক মেম্বার বেলাল হোসেন গত ২৮-৮-২০২৫ রোজ মঙ্গলবার রাত তিনটার সময় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছে ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর মৃত্যুকালীন সময় রেখে যান ৬ মেয়ে ২ ছেলে স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন সে ব্যক্তিগত জীবনে একজন সমাজসেবাগ ও সার্ভেয়ার হিসেবে কাজ করতেন দক্ষতার সাথে তিনি তার জীবন দশায় অনেক বিচার সালিশ করেছেন ন্যায় ভাবে অত্র এলাকার জনগণকে মৃত সাবেক বেলাল মেম্বারের বিষয়ে জিজ্ঞাসা করলে এক বাক্যে সকলে বলে উনি একজন সৎ ও নেয় বিচারক ছিলেন বর্তমান সমাজ উনার মত একজন ভালো লোক হারিয়েছে আমরা উনার মত ভাল লোক আর পাব কিনা জানিনা সমাজের সবাই তার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করে উনি একজন ভালো লোক ছিল সাবেক মেম্বার মৃত বেলাল হোসেনের তার কুলখানি তার নিজ বাড়িতে সম্পূর্ণ হয়েছে আজ সমাজ হারাচ্ছে ভালো লোক গুলো একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে তারা ফলের জন্য সবাই দোয়া করে
0 coment rios: