Wednesday, April 30, 2025

ধামরাই থানার এ এস আই মোহাম্মদ উজ্জল এবং এ এস আই মোহাম্মদ শাহিনুর এর নেতৃত্বে ১৭বছর পর মাদক মুক্ত হলো কেলিয়া উত্তরপাড়া আদর্শ গ্রাম।

ছবি সংগ্রহীত

প্রতিবেদনে বি চৌধুরীঃ

ঢাকার ধামরাইয়ে কুল্লা  ইউনিয়নের কেলিয়া উত্তরপাড়া আদর্শ গ্রাম হিসাবে পরিচিত এই গ্রামটি।এই গ্রামে ২০০০ মানুষের বসবাস কিন্তু কিছু অসাধু মাদক বিক্রেতা  গ্রামটিকে  মাদক সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছেন। দিনে দুপুরে এবং রাত্রিতে অবাধে চলতো  মাদক বিক্রি। আর এর মূল হোতা ফরহাদ  এবং প্রভাত। সরজমিনে গিয়ে জানা যায় ফরহাদ  এবং প্রভাত গংরা ১৭ বছর ধরে মাদক বিক্রি করে চলছে। কিন্তু এলাকাবাসী বাধা দিলেও কারো কথা পাত্তা দেয় না এই মাদক বিক্রেতারা।আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন মহল তদবির করে এই মাদক বিক্রি করতো। এর পিছনে বড় সিন্ডিকেট কাজ করে বলে জানিয়েছেন এলাকার জনসাধারণ। ২৬-৪-২০২৫ ইং তারিখে বিকেল তিন ঘটিকায় সময় এ এস আই উজ্জল গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে যে মাদক বিক্রি হবে। মাদকের সাথে যারা জড়িত গডফাদাররা আদর্শ গ্রামে মিলিত হয়েছে সেই সময়ে এসআই উজ্জল হোসেন এবং তার সহকর্মী নিয়ে অপারেশনে গেলে। 


মাদকবিক্রেতারা এ এস আই উজ্জলের হোসেন এর উপর হামলা চালায় যা ভিডিও সূত্রে দেখা যায়। অবশেষে এই ঘটনার পরে ধামরাই থানার পুলিশ নাড়াচড়া দিয়ে বসেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা  হলেন ফরহাদ এবং প্রভাত । বাকি মাদক বিক্রেতারা খবর পাওয়ার সাথে সাথে পালিয়ে যায় এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে দুজনকে জেল হাজতে  প্রেরণ করেন। ধামরাই থানার এ এস আই মোহাম্মদ উজ্জল এবং এ এস আই মোহাম্মদ শাহিনুর  নেতৃত্বে মাদক বিক্রেতাদের ধরার কারণে কুল্লা ইউনিয়নের আদর্শ গ্রামের লোকজন সহ জনসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: