Monday, May 5, 2025

আওয়ামীলীগের দোসর’রা কামারপাড়া বাসষ্টান মহাসড়ক দখল করে, দোকান বসিয়ে কোরছে ভাড়া বানিজ্য

 

প্রতিবেদনে ছিলেন সুমন মিয়াঃ

উত্তরা কামারপাড়া বাসস্টান মহাসড়কের একাংশ ভাড়া দিয়ে মাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। জানা যায় আওয়ামীলীগের পলাতক নেতা জুয়েলের বোতল রিসাইক্লিনের কারখানার ( ভাংঙ্গারী)  ম্যানেজার আওয়ামীপন্থী (বাবু মিয়া) ।আওয়ামীলীগ  ক্ষমতায় থাকাকালীন দলের নাম ভাঙিয়ে নিরবে চাঁদাবাজি করেছে। বর্তমান বি এন পির বড় বড় নেতা কর্মিরা তার আত্মীয় স্বজন পরিচয় দিয়েও সেই একই কাজ কোরছে বলে এলাকাবাসী বাসী জানিয়েছেন। সোমার (৫মে) ২০২৫ তারিখে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র,তিনি মহাসড়কের এক অংশ সম্পূর্ণ দখল করে রেখেছে এই সংঘবদ্ধ চক্র। বিষয়টির পুলিশ-প্রশাসন জানে বলেও জানা গেছে।

উত্তরা কামারপাড়া বাস্ট্যান্ড একটি জনবহুল এলাকা। এই এলাকায় ফুটপাত অবৈধ ভাবে দখল করে দোকান বসিয়ে ভাড়া দিয়ে আসছে বছরের পর বছর। এসুমস্ত দোকানে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ রয়েছে।জনবহুল এলাকায় মহাসড়কের উপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ চলছে, ফলে এই সুমস্ত ফুটপাত দোকান  বসানো ঝুঁকিপূর্ণ যে কোন সময় দুর্ঘটনা হতে পারে। পুলিশের নাকের ডগায় মহাসড়কের পাশে অবৈধ ভাবে দখল করে দোকান বসিয়ে ভাড়া নিচ্ছে। পুলিশ দেখেও না দেখার ভান কোরছে মনে হচ্ছে, সংঘবদ্ধ চক্রের কাছে পুলিশ অসোহায়।

পথচারীরা জানান, মহাসড়ক ও ফুটপাত দখলে থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। কামারপাড়া বাসস্ট্যান্ডে থেকে টুঙ্গী ষ্টেশন রোডের দিকে আসা যাওয়ার পথে রিকশার যান জোট লেগে থাকে। ব্রিজের ওপার হামীম গ্রুপের গার্মেন্টসে প্রায় দশ হাজার শ্রমিক কাজ করে, ছুটি হলেই সবাই এই একটা রাস্তায় চলাচল করে শ্রমিকরা, এসময় যেকোন দুর্ঘটনার আশঙ্কা থাকে। মসলে উদ্দিন নামে এক পথচারীর সাথে আলাপ কালে তিনি জানান মহাসড়ক ও ফুটপাত যেভাবে দখল হয়ে আছে, তাতে জনগণের চলাচলের রাস্তা আছে কিনা তা সন্ধিহান। এ কারণে পথচারীদের চলতে হচ্ছে মহাসড়ক দিয়ে। পথচারীরা মহাসড়ক ব্যবহার করায় প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম ও সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে সাধারণ মানুষ। এ অবস্থা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: