প্রতিবেদনে বি চৌধুরীঃ
সাভারের পৌরসভার অমরপুর এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ মোঃ রবিউল ইসলাম (২০) নামে একজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ রুস্তম আলী রুস্তম (৩৭) নামে আরেকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
শনিবার (৩ মে) দুপুরে সাভার পৌরসভার অমরপুর এলাকা থেকে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার মোঃ রবিউল ইসলাম সাভার পৌরসভার পোড়াবাড়ী এলাকার ছোট ওমরপুর গ্রামের মৃত আমজাহার মন্ডলের ছেলে। পলাতক রুস্তম একই এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, এসআই মোঃ জাকির আল আহসান ও এসআই ইমরান হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রুস্তম আলীর বাড়িতে দু’জন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবালকে জানানো হলে তিনি ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রুস্তমের বাড়ির উঠানে দু’জনকে দেখতে পেয়ে পুলিশ তাদের আটকাতে গেলে রবিউল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়, তবে রুস্তম পালিয়ে যায়। রবিউলের দেহ তল্লাশিতে তার শপিং ব্যাগে থাকা একটি প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ১৮ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে রুস্তমের ফেলে যাওয়া ব্যাগ থেকেও ১৭ প্যাকেট ইয়াবা উদ্ধার করে পুলিশ। মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৭ হাজার পিস।
গ্রেফতার রবিউল ইসলাম স্বীকার করেছে, সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে এবং পলাতক রুস্তমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রুস্তম আলীর বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত ৭টি মামলা রয়েছে।
0 coment rios: