Tuesday, June 3, 2025

বড় দাদারা খেয়েছেন এখন ছোট দাদা খাবেন- এলাকাবাসী


প্রতিবেদনে বি চৌধুরী,

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কোলিয়া ইউনিয়নের পুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির আওতাধীন দুটি পুকুর উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম  দুর্নীতির অভিযোগ উঠেছে বলে জানা গেছে। 

জানাগেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা,কাজের অনিয়ম, ঠিকাদারের অনিয়ম  প্রকল্পগুলিকে জনমনে বিতর্কিত করে তুলছে।

পুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির পুকুর-১ এর উন্নয়ন কাজের ২০২৪-২০২৫ অর্থবছরে বরাদ্দ চুক্তি মূল্য ৩০,০০,০০০/= টাকা (প্রায়)। ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ছিল জাহিদ ট্রেডার্স ও পুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির পুকুর-২  যার চুক্তি মূল্য ৩৭,০০,০০০/= লক্ষ্য টাকা (প্রায়)। ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ছিল রয়ে ট্রেডার্স । দুই ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই প্রকল্পের কাজ যথা সময়ে ০১/০৬/২০২৪ তারিখে কাজ শুরু করে ৩০/০৪/২০২৫ তারিখে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তার নির্ধারিত সময় অতিবাহিত হলেও আজ অবধি কাজটি শেষ সম্পন্ন হয়নি। কিন্তু হয়েছে নানা ধরনের নাটকীয় কান্ড। বড় দাদারা খেয়েছেন এখন ছোট দাদা খাবেন। দুই প্রকল্পের ঠিকাদারী দুই প্রতিষ্ঠান যথাযথ সময়ে কাজ শুরু না করেই প্রকল্প দুইটি পরবর্তীতে কোনো প্রকার টেন্ডার  ঘোষণা ছাড়াই কাজ হস্তান্তর করেন বিকে ট্রেডার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ,পুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির নামে পুকুর উন্নয়ন প্রকল্পের কাজে যে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু না করে নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান বিকে ট্রেডার্স এর স্বত্বাধিকারী বিষ্ণু কুমার দাসের নিকট প্রকল্প বিক্রি করে কাজ হস্তান্তর করেন কিভাবে? জনগণের অর্থ পূর্বের দুই ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পের কাজ বিক্রয়ের নামে দুর্নীতি করে খেয়ে গেল এখন ছোট আরেক প্রতিষ্ঠানের নিকট প্রকল্প বিক্রি করে দিয়ে তাকেও দুর্নীতি করে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে চলে গেছেন। যার ফলে সঠিক সময়ে কাজ শুরু না করে কাজ শুরু করেছেন কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ১/২মাস আগে। এ সময়ে বর্ষা মৌসুম হওয়ায় পুকুরে পানি থাকার কারণে পুকুর খননের  নাম মাত্র কাজ করেই জনসম্মুখে প্রদর্শন করার ব্যবস্থা করা হচ্ছে। এবং  ঘাটলা নির্মাণসহ অন্যান্য কাঠামোগত কাজের ক্ষেত্রে ও দায়সারা কাজ করে দ্রুত কাজ শেষ করার ব্যবস্থা নিচ্ছেন বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে দেখা দিয়েছে কাজের দক্ষতা ও অনুমোদনের বৈধতা নিয়ে। স্থানীয়দের দাবি, প্রকল্পের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে বদলি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করায় তিনি নানা অনিয়ম ও দুর্নীতির করার জন্য নানাবিধ আশ্রয় গ্রহণের পায়তারা করছেন।

এ বিষয়ে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ২ ঠিকাদারি প্রতিষ্ঠান জাহিদ ট্রেডার্স ও  রয়ে ট্রেডার্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোন বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে বদলি ঠিকাদারি প্রতিষ্ঠান বিকে ট্রেডার্সের স্বত্বাধিকারী বিষ্ণু কুমার দাস কে প্রশ্ন করা হলে তিনি কোন কথা বলতে  রাজি হননি।

এবিষয়ে পুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায় নি।

এ বিষয়ে  উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাকিব (সনেট) বলেন,আমি নিয়মিত প্রকল্প তদারকি করছি। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। পুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির নামে পুকুর উন্নয়ন প্রকল্পের কাজে নানা অনিয়মের বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: