প্রতিবেদনে বি চৌধুরী,
সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জাতীয় দৈনিক সরেজমিন বার্তা'র সাহসী সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রবি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হকার্সলীগ নেতা ও মাদক ব্যবসায়ী পরিচয়ে পরিচিত কুখ্যাত ‘মুরগী জহির’ ও তার সাঙ্গোপাঙ্গরা সামান্য ঘটনাকে কেন্দ্র করে রবিকে নির্মমভাবে মারধর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সাংবাদিক রবিউল ইসলাম রবির অনুসন্ধানী প্রতিবেদন তাদের অপকর্ম ফাঁস করে দেওয়ার আশঙ্কা থেকেই এই পরিকল্পিত হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করেন। জাতীয় স্মৃতিসৌধের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, "একজন সত্যনিষ্ঠ সাংবাদিকের উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিসহ স্থানীয় সুধীজনরা।
0 coment rios: