Wednesday, August 13, 2025

নোয়াখালীতে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


সালাউদ্দিন সোহান
, নোয়াখালী প্রতিনিধি:

স্বাধীনতার ৫৪ বছরে দেশে ১০৫ জন সাংবাদিক সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টায় চৌমুহনী চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করেন জেলার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বরোচিত হামলাকারীদেরও আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, “সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত গণমাধ্যম হুমকির মুখে পড়বে। সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের উপর হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।”

অনুষ্ঠানে নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে সাংবাদিকদের নিরাপত্তা ও হত্যার বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: