সালাউদ্দীন সেহান নোয়াখালী থেকে,
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন অফিস ও এলাকায় মুচলেখা দিয়ে প্রশাসনের কাছ থেকে ছাড় পেয়েও আবারও সক্রিয় হয়ে উঠেছেন কথিত খোনকারী মানিক খোনার। দীর্ঘদিন ধরে তাবিজ-কবচ, জিন-ভূতের ভয় দেখিয়ে চিকিৎসার নামে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মানিক খোনার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলে, তিনি মুচলেখা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে প্রতিশ্রুতি দেন। কিন্তু দুঃখজনকভাবে, সেই মুচলেখার কালি শুকানোর আগেই তিনি আবারও শুরু করেন আগের মতোই কবিরাজি, অপচিকিৎসা তাবিজ-তন্ত্রের 'চিকিৎসা'।
প্রতিদিন দূর-দূরান্ত থেকে সহজ-সরল মানুষ তার কাছে আসছেন নানা সমস্যার সমাধানের আশায়। কেউ নিখোঁজ স্ত্রী ফিরিয়ে আনার তাবিজ নিচ্ছেন, কেউ সন্তান হওয়ার দোয়া, আবার কেউ ব্যবসা সফলতার আশায় পড়ছেন তার তাবিজ-কবচ। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, অনেক সময় শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সচেতন মহল এবং জনপ্রতিনিধিরা বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন। তারা বলছেন, "মুচলেখার পরও যদি এমন প্রতারণা চলতে থাকে, তাহলে প্রশাসনের হস্তক্ষেপ আরও কঠোর হওয়া উচিত।"
মাসিক সমন্বয় সবার আইন শৃঙ্খলা মিটিং এ উপস্থাপনের পরও কেন জানি অদৃশ্য ইশারায় প্রশাসন নিরব, প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, কথিত এই খোনকারী ও তার মতো ভণ্ড কবিরাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজে অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং প্রতারণা আরও বাড়বে।
0 coment rios: