প্রতিবেদনে মোঃ সুমন মিয়াঃ
গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার
আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে
মানববন্ধন করেছে আশুলিয়া সাংবাদিক সমাজ।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় আশুলিয়া বাজার
বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক অগ্নিশিখা ও প্রজন্ম টিভি-এর সাংবাদিক
বেলাল চৌধুরী, দৈনিক বাংলাদেশ সমাচার-এর সাংবাদিক মোঃ আলামিন, এশিয়ান টিভি-এর সাংবাদিক মোঃ রাজু, দৈনিক বিশ্বমানচিত্র-এর সাংবাদিক মোঃ সুমন, ফটো সাংবাদিক স্বপন
মিয়া প্রমুখ।
বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র
সমালোচনা করে বলেন,
“পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত
প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার
পেতে জনগণকে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের
‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা সতর্ক করে বলেন, “এই হত্যার বিচার না হলে অদূর
ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।” তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার না
হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ অবধি অসংখ্য ঘটনার
কোনোটিরও বিচার হয়নি।” অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের
হুঁশিয়ারি দেন বক্তারা।
0 coment rios: