Saturday, August 23, 2025

মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটের নদী ভাঙ্গন মানুষের পাশে হাত বাড়িয়েছে এস এ জিন্নাহ কবির




প্রতিবেদনে,  ছিলেন বেলাল চৌধুরী। 

মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ৫ নং ফেরী ঘাটের  পাড়ে বসবাস কারী মানুষ আজ নদী ভাঙ্গনের শিকার, আজ অসহায় হতদরিদ্র মানুষ নদী ভাঈনের কারনে মানুষ বড় অসহায় এদের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন এস এ জিন্নাহ কবির।জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির ১ নং সদস্য, তিনি বলেন আজ এই নদী ভাঈনের মানুষের পাশে না দাড়িয়ে নোকা বাইচ নিয়ে ব্যস্ত সরকারী কিছু কর্মকর্তা ও মানিকগঞ্জরে কিছু লোক আমি সকলকে আহবান জানাবো নদী ভাঈনের মানুষের  মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিন, আজ এই মানুষ গুলো খুব অসহায় তারা হারাচ্ছে বসত ভিটা তাদের মাথা ঘোচার ঠাই নদী ভাঈনে বিলীন হয়ে যাচ্ছে আসুন আমরা সকলে মিলে এদেরকে ন্যূনতম সাহায্যের হাত বাড়িয়ে দিই, আমি এস এ জিন্নাহ কবির আমার দল জাতীয়তাবাদী বিএনপি ও তারুণ্যের অহংকার আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান  এর পক্ষ থেকে আজ ন্যূনতম সাহায্যের হাত বাড়িয়েছে পাটুরিয়া 5 নং ফেরিঘাটের নদী ভাঈন মানুষের পাশে।  তিনি আর বলেন আমার নেত্রী দেশরত্ন খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য আপনারা  দোয়া করবেন এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করবেন।আজকে যারা আনন্দ উৎসব করছেন কোটি কোটি টাকা  করছেন , মানিকগন্জ বাসীর এই উংসব একটি টাকার উপকারে আসবে না, সাংবাদিক ভাইয়েরা আপনাদের লিখনের মাধ্যমে অনেক কিছু হতে পারে তাই আপনার লেখা চালিয়ে যান।এস এ জিন্নাহ কবির সাথে ছিলেন মাসুদুর রহমান মাসুদ মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি, নাসির উদ্দীন শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,  মো হোসেন আলী শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক, মো রাজা মিয়া( মেম্বার)ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, আমির হামজা পিন্টু।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: