Monday, August 25, 2025

সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদের সংবাদ সম্মেলন


প্রতিবেদনে সালাউদ্দিন

সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাকসুদ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাকসুদ আলম বলেন, তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর উপজেলা ১নং জয়াগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সফল মেম্বার হিসেবে জনগণের সেবা করে আসছেন। পাশাপাশি আনন্দীপুর তালিমু’ল কোরআন মাদ্রাসা কমিটি, আনন্দীপুর পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি, আনন্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও ক্যাপ্টেন (অব.) লুৎফুর রহমান স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।

তিনি আরও বলেন, ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে গত ৩৪ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। সবসময় অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্রে একটি মহল নানা সময় অপপ্রচারে লিপ্ত রয়েছে।

মাকসুদ আলম অভিযোগ করেন, স্থানীয় কিছু অপরাধী চক্র গোপনে ঐক্যবদ্ধ হয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে ২০১৪ সালে বিদ্যালয় ভবন উদ্বোধনসহ বিভিন্ন সময়ের ছবি বিকৃতভাবে ব্যবহার করছে। এছাড়া বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে সামাজিক সম্মানহানি ও মানহানির চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় প্রতিকার ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবিতে তিনি নোয়াখালী পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সংশ্লিষ্ট ভুয়া ফেসবুক আইডিগুলো শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে সোনাইমুড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: