মোঃ সুমন মিয়া ( বিশেষ)প্রতিনিধিঃ
তুরাগের ধউর বেড়ীবাধ এক নাম্বার ব্রীজ পার হয়ে আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শানিবার (২আগষ্ট)২০২৫ সন্ধা সাড়ে ছয়টার সময় ধউরবেড়ীবাধ মহাসড়কে আশুলিয়া আংশে এ দুর্ঘটনা হয়।তবে কোন গাড়ীর সাথে দুর্ঘটনা হয়েছে কেউ বলতে পারে না।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শ্রমিকরা জানিয়েছেন, আমারা কাজ শেষে বাসায় ফেরার সময় দেখি লোক দুটি রাস্তায় পড়ে আছে। আমরা দ্রুত তাদের চিকিৎসার জন্যে শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘষণা করেন।
নিহতরা হলেন মোঃ সোহেল রাণা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বিদ্যুৎশরি গ্রামের হবিবুর রহমানের ছেলে স্বজনরা জানিয়েছেন সে মোটরসাইকেল ভাড়ায় চালায় যার নাম্বার ঢাকা মোট্রো- হ- ৫৪-৩৮৯৯
যাত্রী আতাউর রহমান বয়স আনুমানিক (৩৮) তিনি উত্তরা কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করেন তার পিতার নাম মাহাম্মাদ গ্রাম হারোয়া শিমল বাড়ী, থানা জলঢাকা, জেলা নিলফামারী, বর্তমান আশুলিয়া নিশ্চিন্তপুর ভাড়া বাসায় থাকেন তার দুটি ছোট ছোট বাচ্চা রয়েছে স্ত্রীও ছয় মাসের অন্তঃসত্ত্বা।
স্থানীয়রা জানিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মান কাজ চলছে কর্তৃপক্ষের গাফলতির কারনে প্রায়ই এরাস্তায় সড়ক দুর্ঘটনা হয়। কারন তারা রাস্তার দুই পাশে আইল্যান্ড বসিয়ে গাড়ী চলাচলের ব্যাঘাত ঘটিয়েছে একটি গাড়ী পার হলে আরেকটি গাড়ী আসতে অসুবিধে হয়। যার ফলে প্রাই এমন দুর্ঘটনা ঘটে।
পরে আশুলিয়া থানা ও তুরাগ থানা এস আই মামুন বলেছেন আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্থান্তর কারে হবে বলে জানিয়েছেন।
0 coment rios: