Monday, August 4, 2025

৩১ দফা রাষ্ট্র কাঠামো প্রচারণা উপলক্ষে শিবালয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


 প্রতিবেদনে বেলাল চৌধুরী,

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এস.এ. জিন্নাহ কবির-এর উপস্থিতিতে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস. এ  জিন্নাহ কবির। তিনি বলেন, “ ৩১ দফা কর্মসূচি দেশের ভবিষ্যৎ রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।” এই ৩১ দফা আপনারা নিজেরা মন দিয়ে পড়বেন। এই ৩১ দফার মধ্যে কৃষকদের কথা বলা আছে এবং মা বোনদের কথা বলা আছে। আগামীতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত কে শক্তিশালী করবেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিবালয় ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।সভায় আরও উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন।অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন:হোসেন আলী, আহ্বায়ক শিবালয় উপজেলা যুবদল,মোঃ রাজা মিয়া মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি,মোঃ আসিফ ইকবাল রনি, যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা যুবদল,মোহাম্মদ আমির হামজা (পিন্টু), মানিকগঞ্জ জেলা যুবদল, নাদিম হোসেন টুয়েল, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, মানিকগঞ্জ জেলা, জাহিদুল ইসলাম জিহাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা ছাত্রদল, শাকিব খান (অয়ন), সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা ছাত্রদল, মহিদুর রহমান (মহিদ) সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক ফেডারেশন, মানিকগঞ্জ জেলা,ফরিদুল ইসলাম ফরিদ যুগ্ম আহ্বায়ক, শিবালয় উপজেলা বিএনপি, শহিদুল ইসলাম (শহীদ), আহ্বায়ক, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দল,আলিয়ান, মানিকগঞ্জ জেলা শ্রমিক দল,মোঃ সানোয়ার, সাধারণ সম্পাদক, কলিয়া ইউনিয়ন বিএনপি।সভায় বক্তারা সরকারের দমনমূলক নীতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: