Saturday, August 9, 2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন


প্রতিবেদনে বেলাল চৌধুরী:

"সাংবাদিক হত্যা বন্ধ হোক, সুরক্ষা আইন হোক বাস্তবায়ন"গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ঐক্য পরিষদ। শনিবার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতি সৌধের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিহত সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ঐক্য পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে সাংবাদিক সাগর-রুনি ও আসাদুজ্জামান তুহিনসহ দেশের অন্যান্য সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার দাবি করেন।সাংবাদিক বেলাল চৌধুরী সহকারী সম্পাদক ( দৈনিক অগ্নিশিখা ও প্রজন্ম টিভি ) তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে। একইসাথে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।” তিনি সাংবাদিক হত্যার দ্রুত বিচারেরও দাবি জানান।সংগঠনের মহাসচিব মোঃ এনামুল হক আবির বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক, আর এই বিবেককে হত্যা করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ কবির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের একাধিক কর্মী।বক্তারা বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে। তাই সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: