প্রতিবেদনে বেলাল চৌধুরী:
স্বৈরাচার, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে
গণঅভ্যুত্থান গড়ে তুলতে এবং দেশকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক
রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ৩১ দফা
অবহিতকরণ ও প্রচারণা পথসভা।
গতকাল বিকেলে সিংজুরী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিলনালাই
বাজারে বিএনপির সকল সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এস এ
জিন্নাহ কবির।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন।
সমাবেশে গর্জে ওঠা নেতৃবৃন্দের ভাষণ ছিল স্পষ্ট— দেশ আজ
গণতন্ত্রহীনতার অন্ধকারে, মানুষ আজ বাকস্বাধীনতা ও ন্যায়বিচার
থেকে বঞ্চিত। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক
কর্মসূচি নয়, এটি হচ্ছে মুক্তি ও পরিবর্তনের রোডম্যাপ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের
আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা কৃষক
দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক,মোঃ লোকমান হোসেন, মানিকগন্জ
জেলা বিএনপি, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা
হাবিবুল্লাহ নোমানী,
মোঃ আসিফ ইকবাল রনি যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ
জেলা যুবদল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর
মানিকুজ্জামান মানিক, মোঃ রাজা মিয়া মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মোঃ শওকত আলী, আহ্বায়ক ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দল, হোসেন আলী আহ্বায়ক, শিবালয় উপজেলা যুবদল, মোঃ আমির হামজা( পিন্টু) মানিকগঞ্জ জেলা যুবদল।
এ সময়
উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান, মোঃ রাকিব খান,
মোঃ শাহিনুর রহমান খান, মোঃ রিপন,
মোঃ কোহিনুর, মোঃ নয়ন, মোঃ আক্কাস আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা অঙ্গীকার করেন যতদিন না দেশে জনগণের ভোটাধিকার
ফিরিয়ে আনা হবে, ততদিন বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে। তারা জনগণকে রাস্তায় নেমে স্বৈরশাসনের
মূলোৎপাটনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
0 coment rios: