Tuesday, September 2, 2025

মানিকগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে শ্রমিকদলের বিশাল মিছিল মানিকগঞ্জে


প্রতিবেদনে বেলাল চৌধুরীঃ

 বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) দুপুরে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল মিছিলটি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য এস এ জিন্নাহ কবীর, সদস্য আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, নাছির উদ্দিন আহমেদ যাদু, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, রফিক উদ্দিন ভুইয়া হাবু, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ও সদস্য সচিব তুহিনুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শতাধিক নেতাকর্মী নিয়ে একটি বিশাল আনন্দ মিছিল বের করেন মানিকগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল কাদের। এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ছিদ্দীকুর রহমান সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা শ্রমিকদল , মোঃ আব্দুর রাজ্জাক লিটন, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা শ্রমিকদল, পীর আবুল হোসেন সিনিয়র সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা শ্রমিকদল, মোঃ মালেক মিয়া যুগ্ন-সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা শ্রমিকদল, আনোয়ার হোসেন যুগ্ন-সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা শ্রমিকদল, মোঃ জিয়াউর রহমান, সভাপতি মানিকগঞ্জ সদর শ্রমিকদল, মোঃ বাদশা মিয়া সভাপতি হরিরামপুর উপজেলা শ্রমিকদল, মোঃ ফারুক হোসেন সভাপতি শিবালয় উপজেলা শ্রমিকদল, আবুল বাসার, সাধারণ সম্পাদক সাটুরিয়া উপজেলা শ্রমিকদল,  মোঃ আরিফুর ইসলাম সাধারণ সম্পাদক ঘিওর উপজেলা শ্রমিকদল,মোঃ এমদাদুল হক সাধারণ সম্পাদক সিংগাইর উপজেলা শ্রমিকদলসহ উপজেলা ও ওয়াড এর নেত্রবৃন্দরা।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি এখনো রাজপথে অটল রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসমাবেশ মানিকগঞ্জে দলের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের স্পষ্ট প্রমাণ বহন করছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির ঐক্য ও শক্তির প্রতিফলন ঘটিয়েছে।

এছাড়া যানজটের কারণে জনসাধারণের কিছু অসুবিধার জন্য জেলা বিএনপি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: