মোঃ সুমন মিয়া (বিশেষ)প্রতিনিধিঃ
তুরাগে ধউর করিয়ার সার্ভিস এর উত্তর পাশে চায়নাদের ওয়েস্টেটেজ মাল কোন টেন্ডার ছাড়াই বিক্রি হয়ে যাচ্ছে । সোমবার (১সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র,মাঝে মধ্যোই দেখা যায় রাতের আধারে ও যখন সুযোগ পায় ট্রাক বোঝাই কোরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়েস্টেজ মালা মাল চোরাই ভাবে ট্রাক বোঝাই কোরে নিয়ে যায়। নিয়ম অনুযায়ী টেন্ডার দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ভাঙ্গারীর মাল বিক্রি করার কথা, কিন্তু নিয়ম নিতির তোয়াক্কা না করে চোরাই ভাবে বিক্রি হচ্ছে এসব ভাঙ্গারী মাল। বিষয়টি কর্তৃপক্ষকে নজরে আনার আহ্বান কোরছেন সচেতন মহল
0 coment rios: